Wednesday, May 17, 2017

মনিটর প্রযুক্তি

নতুন ফিচারে সমন্বয় করতে হলে নতুন মনিটর প্রয়োজন। গ্রাফিক্স জগতে এএমডি ও এনভিডিয়া খুবই লড়াই করে যাচ্ছে।
নতুন গ্রাফিক্স কার্ডগুলোতে আছে ৪ কে - আল্ট্রা হাই ডেফিনেশন,   ১) রেজ্যুলেশন যা ৬০ ফ্রেম বা সেকেন্ড ছবি পাঠাতে পারবে।  এবং হাই ডাইনামিক রেন্জ ( এইচডিআর) যা চোখ ধাধানো রং ও বৈপরীত্য দেয়ার সখ্খমতা রাখে। এছাড়া এ গ্রাফিক্স কার্ড গুলো বিভিন্ন অপসনের সমন্বয় নিয়ে থাকবে। বর্তমানের কম্পিউটারগুলো সাম্প্রতিক গ্রাফিক্স কার্ডের ফিচারগুলো
ব্যাবহারের প্রায় অখ্যম। সামান্য পারফরমেন্স বৃদ্ধি ছাড়া গ্রাফিক্স কার্ডের কোনো উপযোগিতা
নেই। আমাদের হাতে সেধরনের মনিটর ডিসপ্লে নেই। যা আছে তা সীমিত সংখ্যা আর সেগুলোর মূল্য আকাশ ছোয়া। আগামী ২\১ বছরের মধ্যে এধরনের উন্নত প্রযুক্তির মনিটর আমাদের
নাগালে আসবে আশা করি।

কম্পিউটার এইচডিএমআই২.0বি
সম্প্রতি আমরা এইচডিএমআইবি পেয়েছি যা ৪কে বা আল্ট্রাহাইডেফিনিশন ,যা ৬০ হার্টজ রেফ্রেশহার সমর্থন করে। আগে আমরা ৩০ হার্টজ রেফ্রেশহার পেয়েছিলাম। ৩০ হার্টজ গেমস বা ছবি দেখার জন্য যথেষ্ঠ হলেও কম্পিউটার গেমস উপভোগকারীরা সনতুষ্ট ছিলনা।
আর আসছে এইচডিএমআই২.০বিতে থাকবে ১৮ গিগাবাইট\ সেকেন্ড।
এর আগে ১.৪এ ১০.২ গিগাবাইট\সেকেন্ড পাওয়া গিয়েছে।
কম্পিউটার

No comments:

Post a Comment