Wednesday, May 17, 2017

মনিটর প্রযুক্তি

নতুন ফিচারে সমন্বয় করতে হলে নতুন মনিটর প্রয়োজন। গ্রাফিক্স জগতে এএমডি ও এনভিডিয়া খুবই লড়াই করে যাচ্ছে।
নতুন গ্রাফিক্স কার্ডগুলোতে আছে ৪ কে - আল্ট্রা হাই ডেফিনেশন,   ১) রেজ্যুলেশন যা ৬০ ফ্রেম বা সেকেন্ড ছবি পাঠাতে পারবে।  এবং হাই ডাইনামিক রেন্জ ( এইচডিআর) যা চোখ ধাধানো রং ও বৈপরীত্য দেয়ার সখ্খমতা রাখে। এছাড়া এ গ্রাফিক্স কার্ড গুলো বিভিন্ন অপসনের সমন্বয় নিয়ে থাকবে। বর্তমানের কম্পিউটারগুলো সাম্প্রতিক গ্রাফিক্স কার্ডের ফিচারগুলো
ব্যাবহারের প্রায় অখ্যম। সামান্য পারফরমেন্স বৃদ্ধি ছাড়া গ্রাফিক্স কার্ডের কোনো উপযোগিতা
নেই। আমাদের হাতে সেধরনের মনিটর ডিসপ্লে নেই। যা আছে তা সীমিত সংখ্যা আর সেগুলোর মূল্য আকাশ ছোয়া। আগামী ২\১ বছরের মধ্যে এধরনের উন্নত প্রযুক্তির মনিটর আমাদের
নাগালে আসবে আশা করি।

কম্পিউটার এইচডিএমআই২.0বি
সম্প্রতি আমরা এইচডিএমআইবি পেয়েছি যা ৪কে বা আল্ট্রাহাইডেফিনিশন ,যা ৬০ হার্টজ রেফ্রেশহার সমর্থন করে। আগে আমরা ৩০ হার্টজ রেফ্রেশহার পেয়েছিলাম। ৩০ হার্টজ গেমস বা ছবি দেখার জন্য যথেষ্ঠ হলেও কম্পিউটার গেমস উপভোগকারীরা সনতুষ্ট ছিলনা।
আর আসছে এইচডিএমআই২.০বিতে থাকবে ১৮ গিগাবাইট\ সেকেন্ড।
এর আগে ১.৪এ ১০.২ গিগাবাইট\সেকেন্ড পাওয়া গিয়েছে।
কম্পিউটার

Thursday, April 20, 2017

সামসাং গ্যালাক্সি এস৮ ও এস৮+

গত ২৯শে মার্চ সারা বিশ্বের বিভিন্ন জায়গায় সামসাং গ্যালাক্সি এস৮ ও গ্যালাক্সি এস৮+ ছাড়ার ঘোষনা দেওয়া হয়। বাংলাদেশে সামসাং বাংলাদেশ ও গ্রামীন ফোনের পক্খ থেকে স্মার্ট  ফোন দুটি ছাড়ার ঘোষনা দেওয়া হয়। www.preorders8.com   ও গ্রামীন ফোনের ওয়েবসাইটে স্মার্ট ফোন দুটি ছাড়ার অগ্রীম অর্ডার নেওয়া হচ্ছে। আগামি এই মে মাসে স্মার্টফোন দুটি বাজারজাত করার আশা রয়েছে। গ্যালাক্সি এস৮ ম্যাপল গোল্ড ও মিডনাইট ব্ল্যাক এই দুই রঙে আসবে।
সামসাং গ্যালাক্সিএস৮
গ্যালাক্সি এস৮+ ম্যাপল গোল্ড, মিডনাইট ব্ল্যাক ও কোরাল ব্লু রঙে আসবে। সাব গ্রামীনফোন সেন্টার ও সামসাংয়ের অনুমোদিত সব দোকানে স্মার্টফোন দুটি কেনা যাবে।গ্যালাক্সি এস৮ এর বাজার মূল্য ৭৭,৯০০ টাকা ও গ্যালাক্সি এস৮+ এর মূল্য ৮৩,৯০০ টাকা।
এর ক্যামেরা ৮ মেগাপিক্সেল, অটোফোকাস (এফ.১.৭),এর পেছনে ডুয়াল পিক্সেল১২, মেগাপিক্সেল(এফ১.৭),স্মার্ট অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন |
সামসাং গ্যালাক্সিএস৮
সে্ন্সর-অ্যাক্সেলেরোমিটার, গাইরো, ব্যারোমিটার, আঙুলের ছাপ, আইরিশ, আরজিবি লাইট,প্রক্সিমিটি, প্রেশার|
এর মেমরি ৪ গিগাবাইট এ্যাম |এর আভ্যন্তরীন মেমরি ৬৪ গিগাবাইট।এর মেমরিকার্ড ২৫৬ গিগাবাইট।
এর ব্যাটারি (গ্যালাক্সি এস৮) ৩০০০ মিলিঅ্যাম্পায়ার এবং গ্যালাক্সি এস৮+ এর ব্যাটারি ৩৫০০ মিলি অ্যাম্পায়ার।  এটি এন্ড্রয়েড ৭.০। এর ওজন ১৫৫ গ্রাম।গ্যা্লাক্সি এস৮ এর ওজন ১৭৬ গ্রাম।
এটা বিক্স বি, সামসাং ডেক্স ডিসপ্লে। গ্যালাক্সি এস৮এর ডিসপ্লে ইনফিনিটি এবং ৫.৮ ইন্চি সুপারঅ্যামোলেড। এটি কোয়াড এইচ ডি+,২৯৬০× ১৪৪০ পিক্সেল।
সামসাং গ্যালাক্সিএস৮+
এর অনুপাত ১৮.৫.৯। এর প্রতি ইন্চিতে আছে ৫৭০ পিক্সেল।
    গ্যালাক্সিএস৮+ এর ডিসপ্লে ইনফিনিটি ৬.২ ইন্চি সুপারঅ্যামলোড,
কোয়াড এইচডি+। ২৯৬০×১৪৪০ পিক্সেল
অনুপাত_ ১৮.৫.৯। ৫২৯ পিক্সেল প্রতি ইন্চিতে।
সামসাং গ্যালাক্সিএস৮+