Saturday, February 25, 2017

রক্ত মুখী নীলার রহস্য

খুনী নীলম হচ্ছে সবচেয়ে বিপদময়।এটা এত ভয়াবহযে মৃত্যু ডেকে আনতে পারে।
এটা দেখতে লাল বা গোলাপী আভাযুক্ত নীলা পাথর।বিশ্বাস করা হয়যে, রক্তমুখী নীলা যার হাতে থাকবে তার খুব তাড়াতাড়ি ভাগ্য পরিবর্তন হয় আর এটি নাম, যশ,খ্যাতি এনে দেয়।
  রক্তমুখী নীলা

 হতাশাগ্রস্ত মানুষদের কাছে এটি বরাবরই খুবই আকর্ষনীয়। এটাকে খুনী নীলম বলে কারন এটি মৃত্যু ডেকে আনে।  এটি সাময়িক উন্নতি আনে কিন্তু ফলাফল মৃত্যু । অনেকের কাছ থেকে এর সত্যতা পাওয়া যায়।এরকম ঘটনা জানা গেছে যে, এটা ব্যবহারের একদিনের মধ্যে একজন মরেছে আরেকজন মারা গেছে ৫বছর পর।কারন যাই হউক, অনেকে বলে শনি গ্রহের সংযোগে বা শনি রাহুর সংযোগে এটা ঘটে। তাই কখনোই এই রত্ন পাথর ব্যবহার করা উচিত না কারন এটা আপনার কিংবা আপনার প্রিয়জনের জন্য বিপর্যয় নিয়ে আসতে পারে। আর তাই জীবনে সফলতা আসুক আর নাই আসুক , সবাইর উচিত নিজের চেষ্টায় ভাগ্য পরিবর্তন করা, কারন সর্বশক্তিমান আল্লাহ মানুষকে শক্তি, বুদ্ধি আর মেধা দিয়েছেন যা সে কাজে লাগাতে পারে।দিল্লী বেগুনী নীলা নামে বিখ্যাত এক অভিশপ্ত নীলা আছে যা ১৮৫৫ সালে লুট হয়ে বৃটিশদের কাছে যায়। এটা অনেকের জন্য বিপদ আনে।
পরে এটা যাদুঘরে সংরক্খন রাখা হয়।
  রক্তমুখী নীলা

  রক্তমুখী নীলা

1 comment:

  1. না জেনে ভুল তথ্য দিয়ে থাকেন কেনো?

    ReplyDelete