Monday, April 8, 2013

ঢাকার স্টার সিনেপ্লেক্সে সাড়া জাগানো এ্যানিমেশন ছবি ‘ফাইন্ডিং নেমো’র থ্রিডি ভার্সন

ঢাকার স্টার সিনেপ্লেক্সে সাড়া জাগানো এ্যানিমেশন ছবি ‘ফাইন্ডিং নেমো’র থ্রিডি ভার্সন। এ উপলক্ষে ৪ এপ্রিল সন্ধ্যা ৭:০০ মি: এক প্রিমিয়ার শো আয়োজন করা হয়। ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের ‘পিকচার এ্যানিমেশন স্টুডিও’র প্রযোজনা এবং ওয়াল্ট ডিজনি পিকচার-এর পরিবেশনায় মুক্তি পায় এ্যানিমেশন মুভি ‘ফাইন্ডিং নেমো’। মুক্তির পরপরই যুক্তরাষ্ট্রে ব্যাপক সাড়া জাগায় ছবিটি। সেই সাথে আলোড়ন তোলে সারা বিশ্বে। ৯২১ মিলিয়ন মার্কিন ডলার আয় করার পাশাপাশি সেরা এ্যানিমেশন ছবি হিসেবে এ্যাকাডেমী এ্যাওয়ার্ডও পেয়ে যায় ছবিটি। আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট ‘ফাইন্ডিং নেমো’ কে এ যাবতকালের সেরা এ্যানিমেশন ছবিগুলোর মধ্যে অন্যতম হিসেবে ঘোষণা করে। এ্যান্ড্রু স্ট্যানটন পরিচালিত অনন্য এই এ্যানিমেশন ছবির থ্রি ডি ভার্সন মুক্তি পায় ২০১২ সালের ১৪ সেপ্টেম্বর। ৫ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে রূপান্তরিত থ্রি ডি ভার্সন মুক্তির প্রথম সপ্তাহে উত্তর আমেরিকাতে ১৬.৭ মিলিয়ন ডলার আয় করে। 

No comments:

Post a Comment