পামুককালে |
এখানকার আবহাওয়া সারাবছর নানাতিশীতোষ্ন থাকে । এই প্রাচীন গ্রীকো হীরাপলিস শহরটি সাদা চূড়ায় তৈরী হয়। আর এটা প্রায় ২৭০০ মিটার দীর্ঘ, ৬০০ মিটার প্রশস্তএবং১৬০মিটার উচ্চতা । এটি শহরটির উপত্তাকার বিপরীত দিক হতে ২০ কিলোমিটার দূর থেকে দেখা যায়।
পর্যটন এখানকার প্রধান শিল্প। এখানকার লোকজন এটির পুলে হাজার বছর ধরে গোসল করে আসছে। বিশ শতাব্দির মাঝামাঝি এখানকার হীরাপলিসের ধংসাবশেষের উপর হোটেলগুলো গঠিত হয়।
এতে নির্মানগুলো নড়বড়ে হয়। উপত্তকা হতে সোপানের উপর দিয়ে একটা রাস্তা তৈরী হয়েছিল এবং মোটর গাড়ীগুলো ঢালের উপর এবং নীচে চলার অনুমোদিত হয়েছিল।
এই এলাকাটি যখন বিশ্বের একটা ঐতিহ্য হিসেবে ঘোষিত হল, তখন
এখানের হোটেল এবং রাস্তাগুলো বিলুপ্ত হয়েছিল আর তদস্হলে কৃত্তিম পুল নির্মিত হয়েছিল এটা রক্খনার্থে জুতো পড়ে পানিতে হাটা নিষিদ্ধ হয়েছিল।
পামুককালে
No comments:
Post a Comment