Saturday, July 22, 2017

ডিগো মোবাইল পি ২৪১এসওএস মডেল

বাংলাদেশী প্রযুক্তিতে তৈরী নতুন এক মোবাইল ফোন এসেছে নাম ডিগো মোবাইল পি ২৪১এসওএস।
এ মোবাইলটির ব্যাটারির পাওয়ার ৭৫০০ মিলি অ্যাম্পিয়ার আর নতুন এই মোবাইল ফোনটির নাম দেয়া হয়েছে পাওয়ারচলবে। এই মোবাইল ফোনটি সবচেয়ে বেশী মিলি অ্যাম্পায়ার ব্যাটারির আর এটি এক চার্জেই ২৯ দিন চলবে। এই ফোন দিয়ে একসাথে তিনটি মোবাইল চার্জ দেয়া যাবে।
ডিগো মোবাইল ফোন পি২৪১ এসওএস
এটি পাওয়ার ব্যাংক হিসেবেও ব্যবহার করা যাবে। এ ফোনটির ব্যাটারিও পাওয়ার ব্যাংক হিসেবে     আলাদা ব্যবহার করা যাবে। ভ্রমন পিপাসুরা লম্বা সফরে এই ফোনটা সাথে নিতে পারেন।
স্মা্র্টফোন ব্যবহারকারীরা এই ফোনটি পাওয়ার ব্যাংক ও ব্যাকআপ ফোন হিসেবে ব্যবহার করতে পারেন। ফোনটির এসওএস ফিচারের মাধ্যমে জরুরী প্রয়োজনে পূর্বনির্ধারিত ৫ জনকে স্বয়ংক্রিয় ফোন ও এসএমএস দেয়া যাবে। এটির মাধ্যমে প্যানিক এলার্ম ব্যবহার করে বিপদে পড়লে সাহায্য নেয়া যাবে। বয়স্করা এর সাহায্য নিতে পারবেন। এতে আছে ওয়্যারলেস , এফএম রেডিও এবং বক্স স্পীকার, যাতে হেডফোন ছাড়াই গান শোনা যাবে। এই ডিভাইসটিতে আছে ডুয়াল সিম ব্যবহারের সুবিধা, ২.৪ ইন্চি ডিসপ্লে ইউনিট, সুপার ব্রাইট টর্চ, একটি রিয়ার ক্যামেরা, এসওএস, জিপিএস, ব্লুটুথ, ওয়্যারলেস এফএম,বক্স ফিচার ছাড়াও বেশ কিছু ফিচার। ফোনটির মূল্য দুই হাজার ৬৯০ টাকা।
এর সাথে পাওয়া যাবে ইউএসবি এলইডি লাইট। এবং পাওয়া যাবে একাধিক মোবাইলে চার্জ দেয়ার জন্য  চার্জার।


ডিগো মোবাইল ফোন পি২৪১ এসওএস

1 comment:

  1. Please don't post any irrelevant comment.

    Where can we get the phone?

    ReplyDelete