Tuesday, April 9, 2013

Bangla Jokes | বাংলা কৌতুক

* ছিনতাইকারী

বেশ অনেকটার রাত করে দোকান থেকে বাড়ি ফিরছিলেন এক সর্দারজি। হঠাত্ করে তার পথ আগলে দাঁড়ালো দুই ছিনতাইকারী। কিন্তু সুঠাম দেহের অধিকারী সর্দার কিছুতেই ছিনতাইকারীদের হাতে তার সবকিছু দিতে রাজি নন। তাই দুই ছিনতাইকারীর সাথে বেশ অনেকক্ষণ ধস্তাধস্তি হলো তার। কিন্তু কিছুক্ষণের মধ্যেই হার মানতে হলো সর্দারকে। তবে তার পকেট থেকে মানিব্যাগ কেড়ে নেওয়ার পর যখন দেখা গেল সেখানে মাত্র পাঁচ রূপির একটা নোট আছে তখন ছিনতাইকারীরা ভীষণ বিরক্ত হয়ে তার কাছে জানতে চাইল, 'আশ্চর্য লোক তো তুমি! মাত্র পাঁচ রুপির জন্য এভাবে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের সাথে মারামারি করলে!'
'না আমি তো ভেবেছিলাম তোমরা আমরা জুতার নিচে লূকিয়ে রাখা ৫০০ রুপিও নিয়ে যাবে!' - জবাবে বললেন সর্দারজি।

* অযথা শব্দ 

দেখুন আমার বাড়িতে আপনাকে ভাড়া দিতে পারি। তবে আপনাকে কথা দিতে হবে যে আপনি আমার বাড়িতে কোনো ধরনের হাউকাউ বা অযথা শব্দ করবেন না। তা আপনার কোনো ছোট ছেলেমেয়ে নেই তো!
:জ্বি না।
:কোনো বাদ্যযন্ত্র যেমন হারমোনিয়াম বা তবলা বাজানোর অভ্যাস আছে?
:জ্বি, না। আমি ওগুলো বাজাতে পারি না।
:ফুল ভলিউমে গান শোনার অভ্যাস?
:জ্বি না, তাও নেই।
:পোষা কুকুর বা বিড়াল?
:নেই।
:আচ্ছা আপনার কলমটা বের করে এই কাগজে একটু লিখুন তো।
:কেন তাতে আবার কী হবে?
:না মানে অনেকে আবার লেখার সময় খসখস আওয়াজ হয় কি না!

Source: www.ittefaq.com.bd

No comments:

Post a Comment