স্যার হেনরি রাইডার হেগার্ড |
তার লেখার বিষয় প্রধানত আফরিকা ঘিরে ও বিশ্বের হারানো অতীত ঐতিহ্য নিয়ে।
তিনি ছিলেন তৎকালীন বৃটিশ রাজার অধিনে কৃষি সংস্কারক হিসেবে। তার উপন্যাসগুলো ছিল খুব জনপ্রিয় ও অনুপ্রেরনামুলক।তার জন্ম হয়েছিল ১৮৫৬ সালের ২২ জুন ইংল্যান্ডে ব্রাডেনহামের নরফলক শহরে।তার পিতা স্যার উইলিয়াম মেভোবন রাইডার হ্যগার্ড ছিলেন একজন ব্যরিস্টার এবং তার মা ইলা ডোভেটন ছিলেন একজন লেখক ও কবি।
তিনি খুবই অনুপ্রানিত হয়েছিলেন ফ্রেডেরিক সেলেস ও ফ্রেডেরিক রাসেল ব্রানহাম দ্বারা।
১৮৮২ সালে তিনি আফরিকা থেকে ইংল্যান্ড ফিরে আসেন এবং আইন ব্যবসা ছেড়ে লেখালেখিতে মন দেন। ১৮৮৫ সালে তার লেখা কিং সোলেমন,স মাইন প্রকাশিত হয়।
১৮৯৬ সালে তার লেখা দা উইজার্ড, ব্ল্যাক হার্ট এন্ড হোয়াইট হার্ট, এ জুলু আইডেল এন্ড এলিসা প্রকাশিত হয়। "সি" তার লেখা একটি খুবই জনপ্রিয় উপন্যাস ১৮৮৬ সগ্রাফিক্টো বর থেকে ১৯৮৭ সালের জানুয়ারী পর্যন্ত গ্রাফিক ম্যগাজিনে প্রকাশিত হয় এবং বই হিসাবে প্রকাশিত হয়।
বইটির সারা বিশ্বে ১০০ মিলিয়ন কপি বিক্রি হয় এবং ৪৪টি ভাষায় অনুবাদিত হয়।তার লেখা আরো বই যেমন নাদা দা লিলি, এরিক ব্রাইট আইস, বেনিতা ইত্যাদি।১৯২৫ সালের ২৫ মে ৬৮ বৎসর বয়সে তিনি মৃত্যু বরন
করেন ।
No comments:
Post a Comment