Friday, April 24, 2020

কালের ঝড়


---------------------
কবি: মিজাহারুল ইসলাম
---------------------

চন্দ্র সূর্য ঢেকেছে মেঘে – আঁধারে ডুবেছে ভূলোক

মেরুতে মরুতে মেঘ – আঁধারে ডুবেছে পৃথিবীর লোক ।


উত্তরমেরু দক্ষিণমেরু ঘুরেছে মেঘ আফ্রিকা

আঁধারের গহিনে আঁধার – আঁধার ছুঁয়েছে সীমারেখা ।


মেঘে মেঘে অতি বেগে ঘনিয়েছে  কালো ঝড়

দমকা ঝড়ে চমকে বিজলি থমকে গিয়েছে নগর ।


অসহায় মানুষ ছুটেছে বেহুঁশ ভুলছে আপন পর

দলিয়ে পলি উড়িয়ে ধূলি ছেড়েছে বাড়িঘর ।


জলের জাহাজ কলেতে চলেছে ছেড়ে ঢেউয়ের সাগর

ফুলেছে জল তলিয়েছে জাহাজ ডুবেছে সওদাগর ।


কে আছে নাবিক দেখাবে দিক – সম্মুখে পারাপার

কে দাঁড়াবে রুখে থামাবে ঝড় – কালের অন্ধকার ।

-----------------
কাব্যগ্রন্থ: অবাক জোছনা
-----------------

No comments:

Post a Comment