* আস্তে আস্তে লিখছি
এক সর্দারকে খুব আস্তে আস্তে একটা কাগজে কী যেন একটা লিখতে দেখে খুব কৌতূহল হলে তার পাশে বসে থাকা ব্যক্তির।প্রথম ব্যক্তি :এই যে সর্দারজি, এতো আস্তে আস্তে কী লিখছেন?
সর্দারজি :এই তো আমার ছোট ছেলেটাকে একটা চিঠি লিখছি।
প্রথম ব্যক্তি :তা তো বুঝলাম। কিন্তু এতো আস্তে আস্তে চিঠি লিখবার কী কারণ?
সর্দারজি :আসলে আমার ছেলেটার বয়স তো মাত্র সাত বছর। তাই ও দ্রুত পড়তে পারে না। আর ও যেন আস্তে আস্তে পড়তে পারে সে জন্যই আমি আস্তে আস্তে লিখছি।
* টাকা দেয়নি
রাশেদ :কিরে দোস্ত, মন খারাপ কেন তোর?শাহেদ :আর বলিস না, একটা বই কেনার জন্য বাবার কাছে টাকা চেয়েছিলাম।
রাশেদ :টাকা দেয়নি?
শাহেদ :না, বইটা নিজেই কিনে এনেছে।
* ছেলের খবর
:আপনার ছেলের খবর কি? থাকে কোথায় ? কেমন রোজগার করছে?:জানি না ! খবর পেলে আমারই লাভ হত। কিছু রোজগার করতে পারতাম।
:মানে?
:ওকে ধরে থানায় হাজির করতে পারলেই পঁচিশ হাজার টাকা পাওয়া যেত। সরকার থেকে পুরস্কার ঘোষণা করা হয়েছে।
Source: www.ittefaq.com.bd
No comments:
Post a Comment