Wednesday, April 10, 2013

Bangla Jokes | বাংলা কৌতুক -- মাছ ধরা, আত্মসংবরণ

মাছ ধরা

ভারত মহাসাগরের তীরে এক তরুণ ভারতীয় বেশ অলস ভঙ্গিতে মাথায় টুপি দিয়ে শুয়ে আছে। আর তার থেকে খানিকটা দূরেই ছিপ ও মাছ ধরার সরঞ্জাম নিয়ে মাছ ধরার প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছিল এক আমেরিকান। বেশ কয়েকটি মাছ পাওয়ার পর সে খানিকটা বিশ্রাম নেওয়ার জন্য তীরে এসে বসল। আর তখনই তার চোখ গেল ভারতীয় তরুণটির দিকে। সে তার দিকে তাকিয়ে বেশ অবজ্ঞার সুরেই বললো - 'তোমাদের এই এক দোষ। যে বয়সে পরিশ্রম করা উচিত সে বয়সে তোমরা ঘুমিয়ে সময় নষ্ট করো। অথচ দেখো, আমি এই শেষ বয়সে এসেও নিরন্তর পরিশ্রম করে যাচ্ছি মাছ ধরার জন্য।' আমেরিকান লোকটির এই বিদ্রুপে বিন্দুমাত্র বিরক্ত না হয়ে তরুণটি জিজ্ঞাসা করল, 'এভাবে মাছ ধরে কী হবে?' আমেরিকানটি এই প্রশ্নের উত্তরে বেশ বিজ্ঞের মতো বলতে শুরু করল, 'তুমি খুবই হাসির কথা বললে। মাছ ধরলে কী হবে এটা কোনো প্রশ্ন হলো। এভাবে মাছ ধরলে সেই মাছ বেঁচে তোমার অনেক টাকা হবে। তারপর সেই টাকা দিয়ে তুমি একটা মাছ ধরা ট্রলার কিনতে পারবে। তারপর তোমার জালে আরও মাছ ধরা পড়বে। তারপর সেই মাছ বিক্রি করে তোমার আরও আরও টাকা হবে। তারপর সেই টাকা দিয়ে তুমি আরও ট্রলার কিনতে পারবে এবং একসময় একটা মাছ প্রক্রিয়াজাতকরণ খামারও দিতে পারবে। তখন তুমি সত্যিকার অর্থেই নিশ্চিন্ত হয়ে এভাবে সমুদ্র সৈকতে শুয়ে থাকতে পারবে।' আমেরিকানটির এই দীর্ঘ বক্তৃতা শুনে তরুণটি তার ঠোঁটের কোনে একটু হাসি ঝুলিয়ে বললো - 'তুমি যা বললে আমি আসলে এখন ঠিক তাই করছি!'

আত্মসংবরণ

সর্দারজি ও তার এক বন্ধুর মধ্যে কথা হচ্ছে—
সর্দারজি :জানিস, কাল রাতে একটি মেয়েকে একজনের কুদৃষ্টি থেকে বাঁচিয়েছি। না হলে কাল নির্ঘাত বড়সড় একটা ঝামেলা হয়ে যেত।
বন্ধু :বলিস কী রে! তুই তো মহান। তা কীভাবে ওই দৃষ্টি থেকে মেয়েটিকে রক্ষা করলি?
সর্দারজি :আরে বোকা, এ জন্য মহান হতে হয় না। শুধু আত্মসংবরণ করলেই হয়। বুঝলি।

Source: www.ittefaq.com.bd

No comments:

Post a Comment