Wednesday, April 8, 2020

জলের গান

জলের ভেতর জল চলেছে -- যাচ্ছে অচিনপুর
গ্রাম ছাড়িয়ে দেশ ছাড়িয়ে গড়তে সমুদ্দুর।

ঢেউয়ের পর ঢেউ চলেছে -- নেই তো পিছুটান!
ছলাৎ ছলাৎ ঐকতানে চলছে জলের গান।

জলের গানে নদীর কোলে জলের আহ্বান
একূল-ওকূল দুকূল ভরে আসছে জলের বান।

বানের জলে উপচে নদী -- ভাসছে বালুর চর
ভাসছে জলে কলমিলতা খড়কুটো আর ঘর।

ঢেউ ভেঙে ঢেউ -- ঢেউ উঠেছে তীব্র কোলাহলে
এপারের ঢেউ ওপার হয়ে -- আছড়ে পড়ে কোলে।

আছড়ে পড়ে নদীর কোলে -- ভাঙা নদীর পাড়
এপার-ওপার দু’পার ভাঙে -- নিঃস্ব জমিনদার।

নিঃস্ব মালিক নিঃস্ব ভৃত্য -- দৃশ্য করুণ তার
জলের গানই চলছে জলে -- ভাসিয়ে অকূলপাথার।

----------------------------------------------
কবি: মিজাহারুল ইসলাম
গ্রন্থ: অবাক জোছনা
----------------------------------------------

ইটি পেতে যোগাযোগ করুন: rokomari.com অথবা dhakar-bazar.com

No comments:

Post a Comment