Wednesday, April 8, 2020

অপেক্ষা অথবা মায়া

গভীর রাতে না ঘুমিয়ে আকাশে তাকিয়ে থাকি,
এ যেনো এক ভুল অপেক্ষা অথবা মায়া।
বিছানায় শুয়ে আছে অনেকদিনের পুরোনো
নিঃসঙ্গতা,
বুকে বাজছে না দেখা কষ্টের টিউন।
মোবাইল ফোনে রাতের বেলায় নষ্ট ম্যাসেজের ডাকাডাকি।

ঢাকার রাস্তায় প্রচণ্ড জ্যাম,
ট্যাক্সির বিল বাড়ছে লাফিয়ে লাফিয়ে,
পকেট হালকা হবে আজ অনেক।
ব্যবসায় প্রচণ্ড লোকসান
তবুও হাসি ধরে রাখি শেষ মূলধন ভেবে।

বাড়ি ফিরি সূর্য ডোবার সাথে সাথে,
হারিয়ে যাবার ভয়ে।
কলিংবেল বাজার আগেই দরজা খুলে দাঁড়িয়ে থাকে সেই পুরোনো একাকিত্ব।
আমার সাথে ঘরে ফিরে
মিথ্যে কিছু স্বপ্নের ছায়া।

রাতে জেগে থাকি তবুও,
মাঝে মাঝে আকাশ থেকে চোখ নেমে আসে মোবাইলের স্ক্রীনে,
ম্যাসেজের ডাকে,
হঠাৎ করে ভেসে উঠে একটি লেখা,
”তুমি কেমন আছো?”
আশ্চর্য, এতো বছর পর মনে পড়লো
আমার কথা।

আমি শুধু রাত জাগি
তোমাকে বলতে,
”আমি ভালো নেই, তোমাকে ছাড়া,
একি ভুল অপেক্ষা না মায়া?”

-------------------------------------------------------------
কবি: রশিদ হারুন
লেখার তারিখ: ১১/০৬/২০১৯
গ্রন্থ: “আমার মন খারাপের রাতে তুমি ঘুমিয়ো না”
-------------------------------------------------------------

ইটি পেতে যোগাযোগ করুন: rokomari.com অথবা dhakar-bazar.com

No comments:

Post a Comment