Wednesday, April 22, 2020

এই শহরে আমার আকাশ

Sunny Sky PNG Transparent Sunny Sky.PNG Images. | PlusPNG
-----------------------------------------
কবি: রশিদ হারুন (১০/১১/২০১৯)
-----------------------------------------
আশ্চর্য !!
এই শহরের
একবারও কেউ দেখলে না !
আমার আকাশটা অনেক দিন ধরেই
তার বাড়ির বারান্দায়
ভিজে কাপড়ের মতো রোদে শুকাচ্ছে
একটি অদৃশ্য সুতোয়।
সেখানে মন খারাপ করে বসে থাকে
অসংখ্য ভিজে রোদ।
সেই ভিজে রোদ
একটা ’করুণ পাপিয়া’ পাখি উড়ে,
ভিজতে ভিজতে উড়ে
একটা সুতো কাটা ঘুড়ি।
আর ঝরঝর করে ঝরে পড়ে
আর ফরফর করে ওড়ে
এক বুক মেঘলা বাতাস।
সাথে হাজারো ডানা ঝাপটিয়ে উড়ে বেড়ায় আমার ‘না ফেলা দীর্ঘশ্বাস’।
আমি এখন এই শহরে ভিজে রোদ ফেরি করি।
--------------------------------------
কাব্যগ্রন্থ: একটি আউলা-ঝাউলা জীবনের প্রার্থনা
--------------------------------------

No comments:

Post a Comment